ভারতের পাশাপাশি আমাদের উচিত আমাদের দেশের আবহাওয়াবিদদের, আবহাওয়া অফিসের কর্মকর্তাদের ব্যাপারেও প্রশ্ন করা।
ভারত না হয় না জানিয়ে হঠাৎ করেই বাঁধ খুলে দিলো। কিন্তু আমাদের দেশের কর্মকর্তারা কী করছিল? ঘুমাচ্ছিল?
পার্শ্ববর্তী দেশে ভয়বহ বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, বাঁধের পেছনে পানি জমা হচ্ছে, বাঁধ ভেঙে পড়ার উপক্রম হচ্ছে, এর প্রভাব আমাদের উপর কী হতে পারে, কখন তারা বাঁধ খুলে দিতে পারে – এগুলোই যদি মনিটরিং না করে, তাহলে আমাদের আবহাওয়া অফিসের কাজ কী? ভারত কখন আমাদেরকে দয়া করে ওয়ার্নিং দিবে, সেই অপেক্ষায় বসে থাকা?
জুলাই থেকেই জানা ছিল, আগস্টে বন্যা হতে পারে। তারপরেও যে বন্যায় ভেসে যাওয়ার আগে আমরা জানতেই পারলাম না, এটা আমাদের চরম ব্যর্থতা। ভারত অবশ্যই দায়ী; কিন্তু শুধু ভারতের উপর দায় চাপিয়ে পার পাওয়া যাবে না।
এই ব্যর্থতার যথাযথ তদন্ত হওয়া উচিত। এটা কি অবহেলাজনিত, নাকি অন্য কোনো কারণ আছে? এবং সরকারের উচিত কঠোরভাবে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করা, প্রয়োজনে সাময়িকভাবে জরুরী অবস্থা জারি করা। এখন পর্যন্ত সব জায়গায় চরম বিশৃঙ্খল অবস্থা চলছে। বিশৃঙ্খলাতন্ত্র অনেকক্ষেত্রে স্বৈরতন্ত্রের চেয়েও খারাপ।