মোজাম্মেল হোসেন ত্বোহা


আমি মোজাম্মেল হোসেন ত্বোহা। জন্মের পর থেকেই লিবিয়ায় আছি– সময় কাটিয়েছি মিসরাতায়, সিরতে এবং ত্রিপোলিতে। লেখাপড়া করেছি তিন শহরেরই বাংলাদেশী স্কুলে। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি সিরত ইউনিভার্সিটিতে।

পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হলেও শখ বিচিত্র বিষয়ে। প্রধান আগ্রহের বিষয় ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনীতি। সেগুলো নিয়ে পড়তে, চিন্তা করতে এবং লেখালেখি করতে পছন্দ করি।

২০১১ সালের গৃহযুদ্ধের পুরো সময়টা ছিলাম গাদ্দাফির জন্ম এবং মৃত্যুস্থান সিরতে। যুদ্ধ প্রত্যক্ষ করেছি একেবারে কাছ থেকে- প্রধানত ২০১১ সালের গৃহযুদ্ধ, কিন্তু এরপর ২০১৫ এবং ২০১৯ সালের যুদ্ধও।

গৃহযুদ্ধ খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা সম্ভবত আমার মনের গভীরে প্রভাব ফেলেছে। সেজন্যই লেখায় ঘুরেফিরে উঠে আসে মধ্যপ্রাচ্যের রাজনীতি প্রসঙ্গ। এছাড়াও মুভি দেখার শখ আছে বলে প্রায়ই মুভি রিভিউ লিখি। যেকোনো বই পড়লে সেটার পাঠ প্রতিক্রিয়া লিখতেও ভুলি না।

দীর্ঘসময় লেখালেখি করেছি রোর বাংলা ওয়েবসাইটে এবং ফেসবুকে। এখন পর্যন্ত তিনটা বই প্রকাশিত হয়েছে। এছাড়াও ইউটিউব চ্যানেলেও মাঝে মাঝে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ঘটনাপ্রবাহের বিশ্লেষণমূলক ভিডিও প্রকাশ করি।

নিউজলেটার সাবস্ক্রিপশন

We keep your data private and share your data only with third parties that make this service possible. See our Privacy Policy for more information.