স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী

কাহিনী পরিচিতি

কাল্পনিক স্পাই স্টোরিজ তো আমরা প্রতিনিয়তই পড়ি। কিন্তু জটিল এই পৃথিবীতে সত্যিকারের গোয়েন্দাকাহিনীর সংখ্যাই এতো বেশি, সেগুলো পড়তে গেলেই এক জীবন ফুরিয়ে যাবে। তাছাড়া ফিকশনের তুলনায় নন-ফিকশন স্পাই স্টোরি পড়ার মধ্যে বাড়তি একটা লাভও আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি ইতিহাসের একটা অংশও জানা যায়, জটিল আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যায়।

আর সেজন্যই আমার প্রথম বইয়ের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছি ট্রু স্পাই স্টোরিকে। মোট ছয় জন সত্যিকারের গুপ্তচরের কাহিনী বাছাই করেছি, যাদের জীবনের গল্প কাল্পনিক গোয়েন্দা উপন্যাসকেও হার মানায়। চারটা কাহিনী নিয়েছি চারটা বিখ্যাত নন-ফিকশন থ্রিলার বই থেকে। আর বাকি দুটো কাহিনী লিখেছি বিভিন্ন ডকুমেন্টারি, আর্টিকেল এবং লিকড ডকুমেন্ট থেকে তথ্য নিয়ে।

সংক্ষেপে বলতে গেলে ‘স্পাই স্টোরিজ’-এ একই বইয়ের ভেতর থাকছে এসপিওনাজ জগতের ছয়টা শ্বাসরুদ্ধকর সত্য কাহিনী, যেগুলোতে মূল বইগুলোর থ্রিলিং অংশের আমেজ বেশ ভালোভাবেই উঠে এসেছে, কিন্তু বইগুলোর বাহুল্য অংশগুলো থাকছে না।

কাহিনীগুলো নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করেছি বিখ্যাত স্পাইদেরকে এড়িয়ে অপেক্ষাকৃত কম আলোচিত, কিন্তু একইসাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পাইদেরকে অগ্রাধিকার দিতে। সেই সাথে চেষ্টা করেছি প্রশিক্ষণপ্রাপ্ত, পেশাদার স্পাইদের গল্প না বলে এমন স্পাইদের গল্প বলতে, যারা গুপ্তচরবৃত্তির মতো ঝুঁকিপূর্ণ জীবনের সাথে জড়িয়ে পড়েছে ঘটনাচক্রে– কেউ আদর্শের খাতিরে, কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য, আর কেউ নিছক অ্যাডভেঞ্চারের নেশায়।

আশা করছি বইটা আপনাদেরকে তৃপ্ত করতে পারবে।

গল্পগুলো সিরিয়ার মকআপ

প্রাপ্তিস্থান


প্রচ্ছদ: তন্ময় ইরতিজা আঞ্জুম
পৃষ্ঠাসংখ্যা: ১১২
মুদ্রিত মূল্য: ২৭০ টাকা
স্পাই স্টোরিজ ইবুক বইটই

স্পাই স্টোরিজ ইবুক

স্পাই স্টোরিজ বইটা আপনি চাইলে ইবুক হিসেবেও পড়তে পারবেন বইটই অ্যাপের মাধ্যমে। ইবুকের মূল্য মাত্র ৯৯ টাকা। পড়ুন বারকোড স্ক্যান করে অথবা নিচের লিঙ্কে গিয়ে।

পাঠকদের রিভিউ

বইটা যখন পড়া শুরু করলাম তখন বিষয়বস্তু আর লেখকের ভাষা মিলে এমন একটা ঘোরের সৃষ্টি করেছিল যে এক বসাতেই শেষ করে ফেলেছি বইটা! লেখক যেভাবে কাহিনি সাজিয়েছেন, তথ্যের ভারে ক্লান্ত না করে যেভাবে থ্রিলিং ভাবটা ধরে রেখেছেন তা অনবদ্য ছিল। মোটের উপর, এটা ছিল এমন একটা বই যা শুরু করলে আর শেষ না করে ওঠা যায় না! …বিস্তারিত

⭐⭐⭐⭐⭐

পাঠক

বইয়ের আরেকটি চমৎকার দিক, প্রতিটি স্পাইয়ের গল্পের শেষে উপযুক্ত রেফারেন্স দেয়া। এখানে দেখলাম পশ্চিমা বই, সংবাদপত্রের পাশাপাশি আরবীভাষী সাইট, এমনকি হিব্রু ভাষার সাইট থেকেও তথ্য নেয়া হয়েছে। লেখক দীর্ঘদিন ধরে লিবিয়ায় থাকেন। তাই এসব ভাষায় তার দক্ষতা থাকায় পশ্চিমা ও প্রাচ্য দুই দৃষ্টিভঙ্গি থেকেই বইয়ে কাহিনী উঠে এসেছে। এতে লেখকের বায়াসডনেস থাকার সম্ভাবনা কমে গেছে। …বিস্তারিত

⭐⭐⭐⭐

লেখক, অনুবাদক

চমৎকার এক বই। নন-ফিকশন, কিন্তু টোনটা ফিকশন-ঘেঁষা। বাস্তব সব স্পাইয়ের দুর্দান্ত গল্প। আনা মন্টেজের প্রেমে পড়ে যাওয়ার উপক্রম হবে পড়তে গিয়ে। ব্রায়ান রিগ্যানের গল্প পড়তে গিয়ে কষ্ট লাগবে। আশরাফ মারওয়ানের গল্প মনে করিয়ে দেবে মাসুদ রানার কথা। বাস্তব সব গল্পই এত ইন্টারেস্টিং, পড়তে পড়তে মনে হয়, বানানো গল্প পড়ার দরকার কী! …বিস্তারিত

⭐⭐⭐⭐⭐

Khaled Masud

লেখক, অনুবাদক

154

রকমারি রেটিং সংখ্যা

4.42

রকমারি রেটিং

126

গুডরিডস রেটিং সংখ্যা

4.73

গুডরিডস রেটিং

2 Comments

  1. আপনাদের স্পাই স্টোরি বইটি আমি নিতে চাই।
    মোবাঃ- ০১৭৩৯ ৮৩৭২৯৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *