স্পাই স্টোরিজ ২: স্নায়ুযুদ্ধের সফলতম ডাবল এজেন্টের কাহিনী

স্পাই স্টোরিজ ২: কাহিনি পরিচিতি

স্পাই স্টোরিজ ২: আশির দশকের দ্বিতীয়ার্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো টের পায়, তাদের ভেতরে এমন একজন উচ্চপদস্থ ডাবল এজেন্ট আছে, যে তাদের টপ সিক্রেট তথ্যগুলো কেজিবির কাছে পাচার করে দিচ্ছে। সেই ডাবল এজেন্টের খোঁজেই শুরু হয় গোপন একটা কাউন্টার এসপিওনাজ অপারেশন, যা স্থায়ী হয় পরবর্তী ১৫ বছর পর্যন্ত!

এই কাহিনি সেই ডাবল এজেন্টেরই সত্য কাহিনি— শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হয়েও কীভাবে সে সবার চোখের সামনে দিয়ে কেজিবির হয়ে কাজ করে গেছে, কীভাবে কেজিবি তাকে অত্যন্ত চতুরতার সাথে হ্যান্ডেল করেছে, এবং কীভাবে তাকে ধরতে গিয়ে সিআইএ এবং এফবিআই একের পর এক নিজেদের বিশ্বস্ত অফিসারদেরকে সন্দেহ করে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।

স্বাগতম স্নায়ুযুদ্ধের সবচেয়ে থ্রিলিং এসপিওনাজ কাহিনিগুলোর একটাতে, যেখানে একজন ডাবল এজেন্টের কাহিনি বর্ণনা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে আরও ১৪ জন স্পাইয়ের কাহিনি! আমেরিকান এবং রাশিয়ান লেখকদের একাধিক বই অবলম্বনে লেখা এই নন-ফিকশন থ্রিলার আপনাকে নিয়ে যাবে এসপিওনাজের রোমাঞ্চকর জগতে।

গল্পগুলো সিরিয়ার বইয়ের প্রচ্ছদ
গল্পগুলো সিরিয়ার মকআপ

প্রাপ্তিস্থান


প্রচ্ছদ: সুলতান আজম সজল
পৃষ্ঠাসংখ্যা: ২৩২
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা

আমার সবগুলো বই


মোজাম্মেল হোসেন ত্বোহার স্পাই স্টোরিজ বইয়ের প্রচ্ছদ
মোজাম্মেল হোসেন ত্বোহার স্পাই স্টোরিজ ২ বইয়ের প্রচ্ছদ
মোজাম্মেল হোসেন ত্বোহার গল্পগুলো সিরিয়ার বইয়ের প্রচ্ছদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *