-
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিল ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত
টুইটার, ফেসবুকের মতো টেক কোম্পানিগুলো যে সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্টের অ্যাকাউন্ট ব্লক বা রিমুভ করে দিতে পারছে, এটাকে এখনকার প্রেক্ষিতে খুব পজিটিভ ব্যাপার মনে হচ্ছে। কিন্তু বাস্তবে এটা খুবই ডেঞ্জারাস ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে।
ইউভ্যাল নোয়াহ হারারি তার 21 lessons for the 21st century বইয়ে ভবিষ্যতের পৃথিবীর কিছু চিত্র এঁকেছেন। এবং তার মতে আগামী দিনগুলোতে মূল ক্ষমতা ট্রাম্প-বাইডেনদের মতো প্রেসিডেন্টদের হাতে থাকবে না। থাকবে টেক কোম্পানিগুলোর হাতে। এবং সেই ক্ষমতা হবে আনলিমিটেড।