লিবিয়ান যোদ্ধারা তাকে এক অল্পবয়সী মেয়ের করুণ কাহিনী বলে, যাকে ইতালিয়ানরা অপহরণ করে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। অজানা রোগে আক্রান্ত হওয়ার পর মুক্তি পেয়ে ফিরে এসে সে তার বাবার কাছে মিনতি করেছিল তাকে মেরে ফেলার জন্য। বৃদ্ধ শেখ তার কপালে চুম্বন করে প্রতিজ্ঞা করেছিলেন, "যে ইতালিয়ান আমার চোখের সামনে পড়বে, তাকেই আমি হত্যা করব।"
ব্রিটিশরা বুঝতে পারে, জোর করে ট্রাস্টিশীপ ধরে রাখার চেষ্টা করার পরিবর্তে স্বেচ্ছায় স্বাধীনতা দিয়ে নতুন সরকারের উপর প্রভাব খাটানোর চেষ্টা করাই বেশি লাভজনক। ফলে ১৯৪৯ সালে তারা সাইরেনাইকার নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং ইদ্রিস আস-সেনুসিকে রাজা হিসেবে সমর্থন দেয়। রাজা ইদ্রিস স্বাধীন "সাইরেনাইকা ইমারাত"-এর ঘোষণা দেন।