-
মারিয়াম নেওয়াজ এবং তার ফন্ট ক্যালেঙ্কারি
ভদ্রমহিলার নাম মারিয়াম নেওয়াজ। আর ছবিতে যেই ফন্টটা ব্যবহার করা হয়েছে, সেটার নাম Calibri। পাকিস্তানের রাজনীতির আজকের যেই অবস্থা, তার পেছনে মারিয়ামের এবং এই ক্যালিব্রি ফন্টের বিশাল একটা ভূমিকা আছে।
২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের দুর্নীতির প্রমাণ সম্বলিত সিক্রেট ডকুমেন্ট “পানামা পেপার্স” ফাঁস হয়। সেখানে উঠে আসে মারিয়াম এবং তার দুই ভাইয়ের নামও। ফাঁস হওয়া ডকুমেন্ট অনুযায়ী, নওয়াজ শরিফের ছেলে-মেয়েরা বেনামে বিভিন্ন অফশোর কোম্পানির মাধ্যমে লন্ডনে কিছু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ক্রয় করেছিলেন, যেন ট্যাক্স ফাঁকি দেওয়া যায়।
এছাড়াও পরবর্তীতে তদন্তে উঠে আসে যে, নওয়াজ শরিফ নিজেও তার ছেলের নামে থাকা এরকম একটি দুবাই ভিত্তিক ব্যাবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনের পূর্বে সকল সম্পত্তির তালিকা দেওয়ার যে বিধান আছে, নওয়াজ শরিফ সেখানে এসব সম্পত্তির কথা গোপন করে যান।
-
ইমরান খানের পতনের দায় তার নিজেরও
সবাই ইমরান বন্দনায় ভাসছে – এই সুযোগে ব্রাত্য রাইসুইয় স্টাইলে একটু বিপরীত কথা বলি।
আপনি প্রচণ্ড অনেস্ট এবং ক্যারিশম্যাটিক লিডার হতে পারেন। কিন্তু আপনি যদি আপনার কাজকর্ম এবং কথাবার্তা দিয়ে আশেপাশের সবাইকে ক্ষেপিয়ে তোলেন, আপনি যদি না বোঝেন কোন সময় কোন পদক্ষেপ নিলে সেটা আপনার এবং দেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে, তাহলে আপনাকে যেরকম ব্রিলিয়ান্ট লিডার মনে করা হয়, আপনি সম্ভবত সেরকম ব্রিলিয়ান্ট না।