-
নেটফ্লিক্সের গাদ্দাফি এপিসোড: কতটুকু সত্য? কতটুকু প্রপাগান্ডা?
নেটফ্লিক্সের How to Become a Tyrant এর পঞ্চম পর্বটা সাবেক লিবীয় নেতা মোয়াম্মার আল-গাদ্দাফিকে নিয়ে – কীভাবে গাদ্দাফি পুরো সমাজব্যবস্থাকেই নতুন করে গড়ে তুলেছিল।
এপিসোডটা মোটের উপর ভালো। এটার শুরুটাও ভালো ছিল। এখানে স্বীকার করা হয়েছে, গাদ্দাফি শুরুতে জেনুইনলিই মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনতে চেয়েছিল। বিশ্বের অন্যতম দরিদ্র একটা রাষ্ট্রের জনগণকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু এরপর ধীরে ধীরে নিজেই নিজেকে দেশের জন্য অপরিহার্য্য বলে বিশ্বাস করতে শুরু করেছিল।
গাদ্দাফির যে সমালোচনাগুলো করা হয়েছে, তার অনেকগুলোই জেনুইন। গাদ্দাফি আসলেই সব ধরনের প্রেস ফ্রিডম, ট্রেড ইউনিয়ন, স্টুডেন্ট ইউনিয়ন – সোজা কথায় সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সব ধরনের উপায়কে নিষিদ্ধ করেছিল। এবং ৭৬ সালের ৭ই এপ্রিল সত্যিসত্যিই ছাত্র আন্দোলনের আয়োজকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল।
-
যেভাবে একজন স্বৈরাচরী হবেন: নেটফ্লিক্সের ডকু সিরিজ
দেখলাম নেটফ্লিক্সের ডকুমেন্টারি মিনি-সিরিজ, How to Become a Tyrant (2021)। যদিও কিছু ক্ষেত্রে বায়াসড এবং ওভার সিমপ্লিফিকেশনের দোষে দুষ্ট, তারপরেও ওভার অল দুর্দান্ত একটা ডকুমেন্টারি। অতি অবশ্যই মাস্ট-ওয়াচ।
আপনার আশেপাশের নতুন নতুন স্বৈরশাসকদের দিকে তাকালে আপনি প্রায়ই দেখবেন, তাদের মধ্যে ক্লাসিকাল স্বৈরশাসকদের অনেক বৈশিষ্ট্য দেখা যায়। একদিকে তারা কবিতা লিখতে পছন্দ করে, ফুল ভালোবাসে, শিশুদেরকে আদর করে, জনগণের চিন্তায় তাদের রাতে ঘুম আসে না।
অন্যদিকে তারা নিজেদের নামে দেশের সবকিছুর নামকরণ করে, নির্লজ্জভাবে দেশের ইতিহাস বিকৃত করে, গুম-খুনের রাজত্ব কায়েম করে, কৃত্রিম শত্রু তৈরি করে দেশের সব সমস্যার জন্য তাদেরকে দায়ী করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দেশের ভেতরে সঙ্কট বেড়ে গেলে কৃত্রিমভাবে নতুন সঙ্কট করে জনগণের দৃষ্টি সেদিকে ফেরানোর চেষ্টা করে।