ম্যারেজ স্টোরি অ্যাডাম ড্রাইভার স্কারলেট জোহানসন
মুভি রিভিউ

ম্যারেজ স্টোরি: একটি ডিভোর্সের গল্প

রোমান্টিক এবং কমেডি মুভি সাধারণত এড়িয়ে চলি। এখনও আমার প্রিয় রোমান্টিক মুভির নাম জিজ্ঞেস করলে সেই প্রাচীন আমলের রোমান হলিডে আর দ্য অ্যাপার্টমেন্টের নামই মুখে আসবে। কিন্তু গত বছরের ম্যারেজ স্টোরি (Marriage Story (2019)) মুভিটার নাম এত বেশি শুনেছি যে এটা না দেখে উপায় ছিল না।

নামে ম্যারেজ স্টোরি হলেও বাস্তবে এটা ডিভোর্স স্টোরি। এক আপাত সুখি দম্পতির ডিভোর্সের প্রস্তুতির কাহিনী। স্বামী-স্ত্রী দুজনেই চমৎকার মানুষ, দুজনের সম্পর্কও দারুণ, কিন্তু তারপরেও কোথায় যেন একটা সুর কেটে গেছে। স্ত্রীর মনে হচ্ছে স্বামী তার চাওয়া-পাওয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। ফলে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় সে।

ডিভোর্সের প্রস্তুতির শুরুটা হয় চমৎকার বোঝাপড়ার মধ্য দিয়ে। কিন্তু এরপর ডিভোর্স লয়াররা জড়িয়ে পড়ে। সম্পত্তির ভাগাভাগি, ছেলের অভিভাবকত্ব প্রভৃতি নিয়ে একে অপরের বিরুদ্ধে দুনিয়ার ইতিহাস টেনে আনতে থাকে। টাকা খরচ হতে থাকা পানির মতো। এক পর্যায়ে মনে হয়, ইজ দ্যাট রিয়েলি ওয়ার্থ ইট? দেখার সময় বারবার মনে হতে থাকে, ডিভোর্সটা যেন না হয়, যেন তারা আবার মিলে যায়।

সুন্দর মুভি। বিয়ের আগেই দেখে ফেলা উচিত। গত বছর অস্কার বেস্ট পিকচার নমিনেশন পেয়েছিল। অভিনয়ে অ্যাডাম ড্রাইভার এবং স্কারলেট জোহানসন, আর আইনজীবী চরিত্রে লরা ডার্ন। লরা ডার্ন বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেসে অস্কার পেয়েছিল। আইএমডিবি রেটিং 8.0।

আমার লেখা সবগুলো মুভি রিভিউ পড়তে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *