প্রেসিডেন্ট মুরসি: যে বইয়ে স্থান পেয়েছে আমার দুটি লেখা

মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্মরণে প্রচ্ছদ প্রকাশন একটি বই প্রকাশ করেছে। “প্রেসিডেন্ট মুরসি: আরব বসন্ত থেকে শাহাদাত” শিরোনামের বইটি ঠিক সেই অর্থে মুরসির জীবনী না। এতে মূলত মুরসির জীবনের বিভিন্ন দিকের উপর, বিশেষ করে তার রাষ্ট্রপ্রতিত্বের সময়ের উপর আলোকপাত করা হয়েছে। বইটিতে আমার দুটি লেখাও স্থান পেয়েছে।

বইটিতে মোট ১৬টি লেখা আছে, মৌলিক এবং অনুবাদ মিলিয়ে। মৌলিক লেখকদের দুজন পরিচিত লেখক আছেন – ডঃ আব্দুস সালাম আজাদী এবং ফেসবুকে জনপ্রিয় রাজনৈতিক লেখক, মিসর প্রবাসী মোহাম্মদ নোমান ভাই।

আমার দুটি লেখাই অনুবাদ, এবং দুটিই মুরসির উত্থান-পতনের সাক্ষী, নিউ ইয়র্ক টাইমসের কায়রো ব্যুরো চীফ, ডেভিড ডি. কার্কপ্যাট্রিকের লেখা বই “ইনটু দ্য হ্যান্ডস অফ দ্য সোলজার্স” (Into the Hands of the Soldiers)-এর দুটি অংশের অনুবাদ। এর মধ্যে একটি লেখা মুরসির মৃত্যুর পরদিন ফেসবুকে পোস্ট করেছিলাম, অন্যটি বইটির জন্য সরাসরি অনুবাদ করেছি।

প্রেসিডেন্ট মুরসির বইয়ের প্রচ্ছদ
যে বইয়ে আমার দুটি লেখা আছে

প্রেসিডেন্ট মুরসি: আরব বসন্ত থেকে শাহাদাত

প্রচ্ছদ প্রকাশন কর্তৃক প্রকাশিত মুরসির জীবনী নিয়ে সংকলন। কিনতে পারেন রকমারির এই লিঙ্ক থেকে

বইটি পড়তে চাইলে অর্ডার করতে পারেন রকমারির এই লিঙ্ক থেকে। বইটি প্রকাশ করেছে প্রচ্ছদ প্রকাশন, এর পৃষ্ঠাসংখ্যা ১০৪, এবং মূল্য ১৮০ টাকা, তবে রকমারিতে বিশেষ ছাড়ে এই মুহূর্তে (নভেম্বর, ২০১৯) ৩৫% ছাড়ে ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

প্রথম লেখাটি হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে মুরসির অভিষেকের দিনটির বিবরণ। পড়ে দেখতে পারেন এই লিঙ্ক থেকে। আর দ্বিতীয় লেখাটি হচ্ছে মুরসির বিরুদ্ধে মিসরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট যেভাবে ষড়যন্ত্র করছিল, তার বর্ণনা। বইটি পড়তে চাইলে অর্ডার করতে পারেন রকমারির এই লিঙ্ক থেকে। বইটির পৃষ্ঠাসংখ্যা ১০৪। মূল্য ১৮০ টাকা, তবে রকমারিতে বিশেষ ছাড়ে এই মুহূর্তে (নভেম্বর, ২০১৯) ১৩৫ টাকায় পাওয়া যাচ্ছে।

এখনও পর্যন্ত বাজারে মুরসির জীবনী নিয়ে কোনো বই না থাকায় বইটি মাত্র অল্প কয়েকদিনেই পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বইটির যে কয়েকটি রিভিউ চোখে পড়েছে, সবগুলোই পজিটিভ এবং গুডরিডসে যে কয়েকটি রেটিং পড়েছে, সবগুলোই পাঁচে পাঁচ।

বইটি পড়লে মতামত জানাতে ভুলবেন না। দুই-তিন লাইনে হলেও মতামত পোস্ট করতে পারেন এখানে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে, অথবা গুডরিডসে। গুডরিডসে গিয়ে ৫-এর মধ্যে রেটিংও দিয়ে আসতে পারেন।


গুডরিডসে আমার বইগুলো
Mozammel Hossain Toha
Mozammel Hossain Toha

জন্মের পর থেকেই লিবিয়ায় আছি। ২০১১ সালের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছি একেবারে সামনে থেকে। আর সে কারণেই পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আগ্রহ গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ইতিহাস এবং রাজনীতিকে ঘিরে।

নিয়মিত লেখালেখি করছি সোশ্যাল মিডিয়ায়। আলোচনা করছি ইউটিউবে। এখন পর্যন্ত তিনটা বই প্রকাশিত হয়েছে: স্পাই স্টোরিজ, স্পাই স্টোরিজ ২ এবং গল্পগুলো সিরিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *