ডেড ড্রপ (Dead Drop) হচ্ছে একটা স্পাই রিলেটেড টার্ম। গুপ্তচরদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ ছাড়াই তথ্য বা জিনিসপত্র আদান-প্রদানের পদ্ধতির নাম ডেড ড্রপ।
যখন কোনো স্পাই কারো সাথে সরাসরি দেখা করে তার হাতে কোনো তথ্য বা প্যাকেজ তুলে দেয়, তখন সেটাকে বলা হয় লাইভ ড্রপ। কিন্তু এতে যেকোনো একজনের উপর নজরদারি থাকলেই অপরজনেরও ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ফলে লাইভ ড্রপের পরিবর্তে ডেড ড্রপই এসপিওনাজ জগতে বেশি জনপ্রিয়। এক্ষেত্রে প্রথমে একজন স্পাই সবার অলক্ষ্যে পূর্বে থেকে নির্ধারিত কোনো স্থানে প্যাকেজটি রেখে আসে, এরপর অন্যজন সুবিধামতো সময়ে গিয়ে সেটি উদ্ধার করে আনে।
ডেড ড্রপ পদ্ধতিতে ফেলে আসা প্যাকেজটি যেন রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ না করে, সেজন্য প্রায় সময়ই সেটিকে বিভিন্ন ছদ্মবেশ দেওয়া হয়।
যেমন হতে পারে প্রথম স্পাই কোনো পার্কের নির্দিষ্ট একটা গাছের গোড়ায় একটা কাঠের টুকরা ফেলে আসলো, এরপর দ্বিতীয় স্পাই নির্দিষ্ট সময় পর সেই কাঠের টুকরাটা উঠিয়ে নিয়ে চলে আসলো।
কিন্তু সেই কাঠের টুকরাটা আসলে সাধারণ কোনো টুকরাটা না। হতে পারে সেটার ভেতরটা ফাঁপা এবং কোনোভাবে সেটা খুলতে পারলেই দেখা যাবে সেখানে আছে গোপন সব তথ্য, স্পাইক্র্যাফট অথবা অন্য কোনো সাপ্লাই।
আপনি যদি এসপিওনাজ জগত সম্পর্কে আগ্রহী হন, তাহলে আমার লেখা স্পাই স্টোরিজ (রকমারি লিঙ্ক এখানে) এবং স্পাই স্টোরিজ ২ (রকমারি লিঙ্ক এখানে) বই দুটো পড়ে দেখতে পারেন। বই দুটোতে উঠে এসেছে এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি।