ফ্রি নিউজ পড়ার দিন প্রায় শেষ হয়ে আসছে। প্রায় কোনো নামিদামি পত্রিকাই এখন আর প্রতি মাসে নির্দিষ্ট কিছু সংখ্যক আর্টিকেলের বেশি ফ্রি পড়তে দেয় না। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্কার, ফরেন অ্যাফেয়ার্স – এরা প্রত্যেকেই এখন পে-ওয়াল সিস্টেমে চলে গেছে। এদের প্রিমিয়াম আর্টিকেল পড়তে চাইলেই টাকা দাবি করে বসে। কিন্তু এতো টাকা আমরা পাবো কই?
দুশ্চিন্তার কিছু নাই। প্রিমিয়াম আর্টিকেলগুলোর এই পে-ওয়াল সিস্টেমও বাইপাস করার কিছু উপায় আছে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বাইপাস করাটা খুবই সহজ, প্রায় সব সাইটের নিউজই বাইপাস করা যায়। সেই তুলনায় মোবাইল ফোনের ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে। এখানে আমি তিনটা টিপস দিচ্ছি। প্রথম দুইটা মোবাইলের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু অনেক সাইটের ক্ষেত্রে কাজ করবে না। আর তৃতীয়টা ব্রাউজারের জন্য, কিন্তু বহুল ব্যবহৃত প্রায় সব সাইটের জন্য পারফেক্ট।
১। ইনকগনিটো উইন্ডোতে ওপেন করুন
প্রায় সব ওয়েব ব্রাউজারেই এখন এই সুবিধাটা থাকে। সাধারণত ব্রাউজারের ডান পাশে উপরে অবস্থিত অপশন বাটনে (তিনটা ডট বা তিনটা বার) ক্লিক করলেই New Private Window বা Incognito Window নামে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে ব্রাউজ করলে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্কারসহ অনেক সাইটেরই সব নিউজ পড়া যাবে কোনো পেমেন্ট ছাড়াই। তবে ফিন্যানশিয়াল টাইমস, ফরেন অ্যাফেয়ার্সসহ অনেক সাইটেই এই পদ্ধতি কাজ করে না।
আপনি যদি নরমাল উইন্ডোতে থাকেন, তাহলেও লিঙ্ক ওপেন করার সময় সরাসরি ক্লিক না করে রাইট ক্লিক করে Open Link in Private Window বা Open Link in Incognito Mode-এ ক্লিক করলেও এই পদ্ধতি কাজ করবে।
২। পকেট অ্যাপ ব্যবহার করুন
আপনি যদি প্রচুর নিউজ আর্টিকেল পড়েন, তাহলে এমনিতেই আপনার পকেট অ্যাপটা ব্যবহার করা উচিত। এই অ্যাপের সুবিধা কী? আপনি ব্রাউজ করতে করতে হঠাৎ কোনো ইন্টারেস্টিং আর্টিকেল পেয়ে গেলেন, কিন্তু এই মুহূর্তে আপনার সেটা পড়ার সময় নেই। তখন আপনি সেটাকে পকেটে সেভ করে রাখতে পারেন। আর্টিকেলটা পকেট অ্যাপে ডাউনলোড হয়ে সেভ হয়ে থাকবে। ফলে পরে কখনও ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনি আর্টিকেলটা পড়তে পারবেন।
পকেটের সবচেয়ে বড় সুবিধা হলো এর সিঙ্ক্রোনাইজেশন ক্ষমতা। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটা এবং ব্রাউজারে এর এক্সটেনশনটা ইনস্টল করে রাখেন, তাহলে পিসির ব্রাউজার থেকে সেভ করা আর্টিকেলও পরে মোবাইল ফোন থেকে পড়তে পারবেন।
উপরে বর্ণিত ইনকগনিটো পদ্ধতি যেসব সাইটের ক্ষেত্রে কাজ করে, পকেট অ্যাপটাও মোটামুটি সেসব সাইটের ক্ষেত্রে কাজ করবে। সেক্ষেত্রে আপনাকে লিঙ্কটা ওপেন না করে রাইট ক্লিক করে পকেটে সেভ করে রাখতে হবে। এরপর পকেট থেকেই পুরো আর্টিকেলটা পড়তে পারবেন কোনো ধরনের পেমেন্ট ছাড়াই।
পকেটের ওয়েবসাইটের লিঙ্ক এখানে। আর অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্ক এখানে।
আরো পড়ুন: আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমার সকল লেখা, আমার সকল বই রিভিউ, মুভি রিভিউ।
৩। বাইপাস পে-ওয়াল এক্সটেনশন ব্যবহার করুন
এটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর পদ্ধতি। এবং এখন পর্যন্ত এমন কোনো বিখ্যাত নিউজ সাইট পাইনি, যাদের পে-ওয়াল সিস্টেম এই পদ্ধতিতে বাইপাস করা যায় না। এর জন্য আপনাকে উইন্ডোজের ব্রাউজারে Bypass Paywalls এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। ক্রোমের জন্য এক্সটেনশনটার লিঙ্ক এখানে, আর ফায়ারফক্সের জন্য লিঙ্ক এখানে।
লিঙ্কে গেলেই বিস্তারিত নির্দেশনা পাবেন, কীভাবে ইনস্টল করতে হবে। মোটামুটি নিয়মটা হচ্ছে ডাউনলোড করে প্রথমে আনপ্যাক করে নিবেন, এরপর ব্রাউজারের সেটিংস থেকে সেটা ইনস্টল করে নিবেন। আনপ্যাকড ফোল্ডারটা ডিলিট করতে পারবেন না। এই
এই পদ্ধতি মূলত উইন্ডোজের ক্ষেত্রে কাজ করে, কিন্তু গুগলে সার্চ করলে অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করতে হয়, সে ব্যাপারেও টিউটোরিয়াল পেয়ে যাবেন। কাজেই আশা করা যায় মোবাইল ফোন থেকেও ব্যবহার করতে পারবেন।
এই সিস্টেমটা জানার আগে প্রচুর ঝামেলা করে, কিছু সাইটের ক্ষেত্রে পকেটে সেভ করে, কিছু সাইটের ক্ষেত্রে একাধিক ইমেইল আইডি দিয়ে একাধিকবার রেজিস্ট্রেশন করে প্রিমিয়াম আর্টিকেল পড়ার চেষ্টা করতাম। কিন্তু এখন কোনো ঝামেলাই করতে হয় না। জাস্ট ক্লিক করলেই সরাসরি যেকোনো আর্টিকেল ওপেন হয়ে যায়।
হ্যাপি রিডিং প্রিমিয়াম আর্টিকেলস!
নোট: এই টিপসগুলো কেবল সাধারণ পাঠকদের জন্য। যাদের সামর্থ্য আছে, বিশেষ করে যারা বিদেশে থাকেন, তাদের প্রতি অনুরোধ, যেকোনো একটা বা দুইটা ভালো পত্রিকার প্রিমিয়াম প্রিমিয়াম মেম্বারশিপ কিনে নেন। টাকা না দিলে কখনও ভালো কাজ আশা করা যাবে না। শেষপর্যন্ত টিকে থাকবে কেবল সস্তা প্রপাগান্ডা ছড়ানো মিডিয়াগুলো।