বছরের শুরুতে গুডরিডসের রিডিং চ্যালেঞ্জে ৩০টা বইয়ের টার্গেট সেট করেছিলাম। এখন পর্যন্ত পড়েছি সাড়ে ২৯টা।
লেটেস্ট ট্রেন্ড হচ্ছে বছরজুড়ে পড়া সেরা ৫টা বইয়ের নাম শেয়ার করা। আমাকে মেনশন করেছেন ফেসবুক ফ্রেন্ড Imtiaz Mirza ভাই।
যেহেতু মাত্র ৩০টা পড়েছি, তাই বেছে বেছে ভালোগুলোই পড়ার চেষ্টা করেছি। এখান থেকে সেরা ৫টা বের করা কঠিন। র্যান্ডমলি ৫টার নাম বলে দিচ্ছি। অধিকাংশেরই রিভিউ আগেই দিয়েছি, তাই নতুন করে বেশি কিছু বলছি না। সবগুলো রিভিউ একত্রে পাওয়া যাবে এই পাতায়।
১। পার্মানেন্ট রেকর্ড (Permanent Record) – এডওয়ার্ড স্নোডেন
এনএসএর হুইসেল ব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের আত্মজীবনী। চমৎকার বই। কীভাবে তিনি হ্যাকার এবং হুইসেল ব্লোয়ার হয়ে উঠেছেন, কেন এতো অল্প বয়সে এতো বড় ঝুঁকি নিয়েছেন, কেন সরাসরি প্রকাশ না করে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন, এসব ব্যাপারে বিস্তারিত আলাপ করেছেন। দারুণ সুখপাঠ্য। রিভিউ পড়ুন এখান থেকে।
২। অ্যানাটমি অফ এ ডিজ্যাপিয়ারেন্স (Anatomy of a Disappearance) – হিশাম মাতার
এই উপন্যাস। কিন্তু এটাকে আসলে উপন্যাস বলা উচিত না। এটা হচ্ছে লেখকের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে গভীরভাবে অনুপ্রাণিত। লেখক হচ্ছেন লিবিয়ান-আমেরিকান ঔপন্যাসিক, যার বাবাকে গাদ্দাফির শাসনামলে গুম করে ফেলা হয়েছিল। উপন্যাসে সেই গুমের আগের এবং পরের ঘটনাই ফিকশনের আকারে উঠে এসেছে। রিভিউ পড়ুন এখান থেকে।
৩। 21 Lessons for the 21st Century – ইউভ্যাল নোয়াহ হারারি
একুশ শতকে আমাদের জন্য কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেগুলো নিয়ে আলোচনা। হারারির লেখা খুবই গতিশীল। এই বইটাও অসাধারণ। বিশেষ করে প্রথমদিকের চ্যাপ্টারগুলো একেকটা মাস্টারপিস। অটোমেশনের কারণে কী ধরনের সংকট হবে, স্বৈরাচাররা কীভাবে টেকনোলজির মাধ্যমে ডিজিটাল ডিক্টেটররশিপ প্রতিষ্ঠা করবে – এই চ্যাপ্টারগুলো মাইন্ডব্লোয়িং।
৪। আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার (Understanding Power: The Indispensible Chomsky) – নোম চমস্কি
যদিও চমস্কির ম্যানু্ফ্যাকচারিং কনসেন্ট বেশি বিখ্যাত, কিন্তু সেটাতে আসলে মিডিয়ার প্রপাগান্ডার পাঁচটা মূলনীতি ছাড়া আর তেমন কিছু নাই। বিশাল ঐ বইটার প্রথম চ্যাপ্টারটা পড়াই যথেষ্ট। সেই তুলনায় এই বইটা পুরাটাই কোট করার মতো। এটা মূলত ক্ষমতা সম্পর্কে, ক্ষমতাসীনদের সম্পর্কে, বিশেষ করে আমেরিকানদের ক্ষমতার অপব্যবহার সম্পর্কে চমস্কির বিভিন্ন আলোচনার এবং প্রশ্নোত্তরের লিখিত রূপ। মাস্ট রিড একটা বই। এটার রিভিউ দেইনি এখনও, কিন্তু চমস্কির ম্যানুফ্যাকচারিং কনসেন্টের রিভিউ পড়তে পারেন এখান থেকে।
৫। আরশিনগর – সাদাত হোসাইন
এতোসব সিরিয়াস বইয়ের ভিড়ে এই বই দেখে অনেকেই ভ্রু কুঁচকাবে। কিন্তু অন্তত একটা বাংলা বইয়ের নাম রাখলে কেমন দেখায়? তাছাড়া মাঝে মাঝে উপন্যাস পড়াও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো 🙂 এবং এই উপন্যাসটা আমার আসলেই খুবই ভালো লেগেছে। এইটা পড়ে মুগ্ধ হয়ে এই লেখকের আরেকটাও পড়তে গিয়েছিলাম, নিঃসঙ্গ নক্ষত্র, কিন্তু ওটা হতাশ করেছে। রিভিউ পড়ুন এখান থেকে।