যে ব্যক্তিটার বিরুদ্ধে এত বছর হাসিনা সবচেয়ে বেশি বিষেদগার করেছিল, যাকে পদ্মাসেতু থেকে নদীতে চুবনি দিতে চেয়েছিল, সেই ড. ইউনুস এখন দেশের সরকারপ্রধান।
যে ব্যক্তিটার নাম হাসিনা মিডিয়াতে উচ্চারণ করা নিষিদ্ধ করে রেখেছিল, সেই তারেক রহমান এখন দেশে ফেরার প্রতীক্ষায়। তেমন কোনো অঘটন না ঘটলে সম্ভবত সে-ই হবে দেশের পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী।
যে দলটাকে হাসিনা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, দেশ ছেড়ে পালাতে না না পালাতেই সেই জামাতের আমির সেনাপ্রধানের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে উপস্থিত। তেমন কোনো অঘটন না ঘটলে জামাতই হবে আগামী নির্বাচনে প্রধান কিংমেকার। তারা আইদার প্রধান বিরোধীদল হবে, অথবা ক্ষমতার প্রধান শরিক হবে।
যে ব্যক্তিটাকে গত ১৫ বছর ধরে হাসিনা দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তার সবগুলো মূর্তি ভাংগতে মানুষের সময় লেগেছে মাত্র কয়েক ঘণ্টা।
যে বানানো ইতিহাস হাসিনা জোর করে মানুষকে গেলাতে চেয়েছিল, এক সপ্তাহের মধ্যে সে ইতিহাস ১৮০ ডিগ্রী ইউ টার্ন নিয়েছে। মানুষ এখন খুঁড়ে খুঁড়ে অতীত অপকর্মের ইতিহাস বের করে আনছে।
সর্বোপরি, যে রাজাকার শব্দটা নিয়ে পলিটিক্স করে হাসিনা তার স্বৈরাচারিত্ব কায়েম করেছে, সেই রাজাকার শব্দের ব্যবহারই তার পতন ডেকে এনেছে।
এগুলো যদি ডিভাইন জাস্টিস না হয়, তাহলে ডিভাইন জাস্টিস কী?
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। অর্থাৎ, তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল অবলম্বন করেন; আর আল্লাহই সর্বোত্তম কৌশল অবলম্বনকারী।