গাদ্দাফির পতনের অন্যতম প্রধান কারণ, শেষ বয়সে গাদ্দাফি সফট হয়ে গেছিল। ইরাক যুদ্ধের পর গাদ্দাফি ভয় পেয়ে আমেরিকার সাথে মিত্রতা স্থাপন করেছিল, মানবাধিকার সংক্রান্ত রেকর্ডে গুডবুকে ওঠার জন্য বছরের পর বছর আটকে রাখা বিদ্রোহীদেরকে, ইভেন আল-কায়েদার সাথে সম্পৃক্ত জিহাদিদেরকেও ক্ষমা করে জেল থেকে ছেড়ে দিয়েছিল।
জেমস মরকান (James Morcan) নামের এক জনপ্রিয় হরর, থ্রিলার, ক্রাইম বিষয়ক লেখক এখনও বিশ্বাস করেন, গাদ্দাফি আসলে মারা যাননি, মারা গিয়েছিল তার বডি ডাবল! এর পক্ষে তার যুক্তিও আছে!
সাংবাদিকদের কাছে লিক করার সময় তিনি মরিশাসের পরিবর্তে আরেকটি আফ্রিকান কান্ট্রি মৌরিতানিয়ার নাম বলে দেন :) পরদিন পত্রিকাগুলোতে বড় করে হেডলাইন আসে, সিআইএ মৌরিতানিয়ার সরকারকে উৎখাত করতে চাইছে!