বিড়ালের উপদেশ বইয়ের প্রচ্ছদ
বই রিভিউ

বিড়ালের উপদেশ: বেশি বেশি ঘুমান

নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা মজাদার বই। বিড়ালের উপদেশ: বেশি বেশি ঘুমান। You Need More Sleep: Advice from Cats

বইটা পড়িনি। পড়ার আগ্রহও নেই। বইটার নাম, প্রচ্ছদ আর কিছু স্যাম্পল পেজ দেখে মজা পেলাম, তাই লিখতে বসলাম।

ছোটো একটা বই। মাত্র ১১২ পৃষ্ঠা। এবং পৃষ্ঠাগুলো বিশাল বিশাল ছবি দিয়ে ভরা, একপাশে কিছু নীতিকথা বা উপদেশমালা। কয়েকটা উপদেশ বেশ মজার।

নেটে পাওয়া পেজগুলো থেকে কয়েকটা উদাহরণ তুলে দেই। এক নম্বরটা অবশ্যই শিরোনামটা – সুখি থাকতে চাইলে আপনাকে বেশি বেশি করে ঘুমোতে হবে।

বিড়ালের উপদেশ বইয়ের নমুনা পৃষ্ঠা
বিড়ালের উপদেশ বইয়ের নমুনা পৃষ্ঠা

২। অন্যরা দেখছে না মানেই এই না যে, আপনাকে কোনো কিছু তাড়া করা থেকে বিরত থাকতে হবে।

৩। প্রতিদিন সকালে এমনভাবে ঘুম থেকে উঠুন, যেন আপনি আগের দিন কোনো ভুলই করেননি।

৪। বিরক্তিকর মানুষদের সাথে ভালো ব্যবহার করার কোনো দরকার নেই

বোঝাই যাচ্ছে, বিড়ালের উপদেশও ফেলনা না। সুখে থাকার জন্য এই উপদেশ বেশ কাজ দিতে পারে 🙂

স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী

সত্যিকারের গুপ্তচরদের কাহিনী নিয়ে লেখা আমার নন-ফিকশন থ্রিলার বই। পাওয়া যাবে এবারের বইমেলায় ঐতিহ্য প্রকাশনীর (১৪ নম্বর) প্যাভিলিয়নে। বইটি প্রকাশিত হয়েছে স্বরে অ প্রকাশনী থেকে। ঘরে বসে অর্ডার করতে পারেন রকমারির এই লিঙ্ক থেকে। ২৫% ছাড়ে মূল্য ২০৩ টাকা মাত্র। আর পড়ার পর রেটিং এবং রিভিউ দিতে পারবেন গুডরিডসের এই লিঙ্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *