মুভি রিভিউ,  স্পাই স্টোরি

দ্য কুরিয়ার: ওলেগ পেনকভস্কিকে নিয়ে তৈরি স্পাই ড্রামা

ওলেগ পেনকভস্কি। স্নায়ুযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়া এক সোভিয়েত মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার।

কিউবান মিসাইল ক্রাইসিসের প্রাক্কালে ওলেগ পেনকভস্কি স্বেচ্ছায় দুই আমেরিকান ছাত্রের মাধ্যমে মার্কিন দূতাবাসে বার্তা পাঠায়, তার কাছে গোপন তথ্য আছে, সেগুলো সে আমেরিকানদের কাছে পাচার করতে আগ্রহী। আমেরিকানদের জন্য সে সময় সোভিয়েত ইউনিয়নে গুপ্তচরবৃত্তি চালানো কঠিন ছিল। কাজেই তারা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের শরণাপন্ন হয়।

দুই গোয়েন্দা সংস্থা মিলে এক ব্রিটিশ ব্যবসায়ীকে রিক্রুট করে, যার কাজ ছিল ব্যবসায়িক কাজে সোভিয়েত ইউনিয়নে গিয়ে পেনকভস্কির সাথে দেখা করা এবং সেই সুযোগে গোপনে বার্তা আদান প্রদান করা। সোজা কথায় কুরিয়ার বা বার্তাবাহক হিসেবে কাজ করা।

এই কুরিয়ারের মাধ্যমে ওলেগ পেনকভস্কি প্রায় ৫,০০০ ছবি এবং ডকুমেন্ট ব্রিটিশ এবং আমেরিকানদের কাছে পাচার করে। তার পাচার করা এসব তথ্য থেকেই আমেরিকানরা কিউবাতে সোভিয়েত মিসাইল স্থাপনার ব্যাপারে নিশ্চিত হয়, আন্তর্জাতিকভাবে সোভিয়েত ইউনিয়নের উপর চাপ সৃষ্টি করে, এবং এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন পিছু হটতে বাধ্য হয়।

ওলেগ পেনকভস্কি ছিল সে সময় পর্যন্ত এমআইসিক্সের রিক্রুট করা সর্বোচ্চ পদমর্যাদার সোভিয়েত মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার। এবং তার কারণেই হয়তো বিশ্ব সে সময় রক্ষা পেয়ে গিয়েছিল নিউক্লিয়ার ওয়ারের হাত থেকে।

ওলেগ পেনকভস্কি এবং তার কুরিয়ারের কাহিনী নিয়েই নির্মিত হয়েছে হিস্টোরিক্যাল স্পাই ড্রামা The Courier (2020)। অভিনয়ে আছে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং র‌্যাচেল ব্রসনাহানের মতো শিল্পীরা। আইএমডিবি রেটিং 7.2। আমি আরেকটু বেশিই দিবো। এই জঁনরার মুভি যারা পছন্দ করেন, তাদের জন্য হাইলি রেকমেন্ডেড।

স্পাই স্টোরিজ টু-তে পেনকভস্কির কাহিনী রাখার ইচ্ছা আছে। তবে মুভিতে কুরিয়ার বেশি ফোকাস পেলেও বইয়ে পেনকভস্কির উপরে বেশি ফোকাস করার ইচ্ছা আছে।

মুভি-সিরিয়াল সম্পর্কিত আমার সবগুলো লেখা একত্রে পাবেন এই লিঙ্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *